Thursday 12 September 2013

সিরিয়া সীমান্তে বিস্ফোরণ: জঙ্গিবিমান ওড়ালো তুরস্ক


 


সিরিয়া-তুরস্ক সীমান্তবর্তী এলাকায় একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার পরপরই তুর্কি সামরিক বাহিনী কয়েকটি এফ-১৬  জঙ্গিবিমান উড়িয়েছে। তুরস্কের দিয়ারবাকির বিমানঘাঁটি থেকে এসব বিমান সীমান্তে পাঠানো হয়।


ব্লুমবার্গ বার্তা সংস্থার বরাত দিয়ে তুরস্কের সাবাহ পত্রিকা জানিয়েছে-বিস্ফোরণের পর যুদ্ধবিমানগুলোকে সিরিয়া সীমান্ত অভিমুখে পাঠানো হয় এবং সীমান্তবর্তী হাসপাতালগুলোকে সম্ভাব্য হাতহতদের চিকিতসা দেয়ার জন্য সতর্কাবস্থায় রাখা হয়। তুরস্কের মিল্লিয়েত পত্রিকা জানিয়েছে-মনে করা হচ্ছে সিরিয়া সীমান্তের কাছে সারমাদে গ্রামে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

চলতি সপ্তাহের প্রথম দিক থেকে তুরস্ক সীমান্তে সেনা শক্তি বাড়িয়েছে। সিরিয়ায় সম্ভাব্য মার্কিন সামরিক হামলায় এসব সেনা যোগ দেবে বলে জল্পনা-কল্পনা চলছে। তুর্কি প্রধানমন্ত্রী রজব তাইয়্যেব এরদোগান ব্যক্তিগভাবে সিরিয়ায় মার্কিন হামলার পক্ষে অবস্থান নিয়েছেন এবং তিনি প্রেসিডেন্ট বাশার আসাদের পতন ঘটানোর জন্য বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। রেডিও তেহরান

সুত্র: tazakhobor.com

1 comment: